প্রতিবন্ধীর হ্যান্ড ক্রাচ ওয়াকিংয়ে রক্ষিত ৪৫০ পিচ ইয়াবা উদ্ধার

সীতাকুণ্ড প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:০৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মো.কামাল হোসেন (৪২) নামে এক প্রতিবন্ধী ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার হ্যান্ড ক্রাচ ওয়াকিংয়ের ভেতর থেকে ৪৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। গত রোববার গভীর রাতে উপজেলার পৌরসদরস্থ বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বীরনগর এলাকার ফরিদ উদ্দিন ওরফে বুলু মুন্সির পুত্র।

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) নির্মল ত্রিপুরা বলেন, পৌরসদরের বাসস্ট্যান্ড এলাকায় ইয়াবা বিক্রির অপেক্ষায় প্রতিবন্ধী ব্যক্তিটি দাঁড়িয়ে আছে বলে গোপন সংবাদের মাধ্যমে তিনি জানতে পারেন। এ সময় বিষয়টি সত্যতা যাচাইয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বিশেষ কায়দায় হ্যান্ড ক্রাচ ওয়াকিংয়ের ভেতরে লুকিয়ে রাখা ৪৫০ পিচ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকেপিএম মহিলা ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান
পরবর্তী নিবন্ধবন্দর-পতেঙ্গা এলাকায় হাসপাতাল নির্মাণে স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সুজনের