খুলশী কলোনি এলাকার প্রতিবন্ধী আমজাদ। অতি কষ্টে দিন যাপন করতেন তিনি। প্রতিনিয়ত মসজিদে নামাজ পড়তে আসতেন কষ্ট করে। কারণ তিনি হাঁটতে পারেন না। তার দুই পা বিকল। প্রতিবন্ধী আমজাদের পাশে দাঁড়িয়েছে হাজি আবদুল হান্নান ট্রাস্ট। তাকে উপহার দেওয়া হয় একটি বিশেষভাবে তৈরি ব্যাটারিচালিত রিকশা। যা দিয়ে তিনি চলা ফেরা যেমন করতে পারবেন তেমনি প্রয়োজনে লোকজনও বহন করতে পারবেন। যেহেতু তিনি উঠে দাঁড়াতে পারেন না তাই রিকশাটি সেভাবে তৈরি করা হয়েছে। যাতে তিনি বসে রিকশাটি চালাতে পারেন। গত সোমবার আমজাদের হাতে এই রিকশা তুলে দেন হাজি আবদুল হান্নান ট্রাস্টের চেয়ারম্যান সাব্বির হান্নান। এসময় ট্রাস্টের কর্মকর্তা আরিফ হান্নান, তারিক হান্নান, মমতাজ আহমেদ, কলিম আকতার সিদ্দিকী উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।