‘সবার তরে ঈদ আসুক, নতুন সাজে সবাই হাসুক’–স্লোগানকে ধারণ করে চাঁদ রাতে নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোগে সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এতিম ও প্রতিবন্ধীদের সাথে ঈদ আনন্দ উদযাপন করলো নিষ্ঠা ফাউন্ডেশন। পরে প্রতিবন্ধীদের মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় পঁচাত্তর জন এতিম ও প্রতিবন্ধীদের মাঝে নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষে ঈদ উপহার তুলে দেন ফাউন্ডেশনের ট্রাস্টি এম এ সবুর, আজীবন সদস্য সাজেদা বেগম, বিশিষ্টজন রাশেদ, জাফর ও নিষ্ঠার স্বেচ্ছাসেবকবৃন্দ। এসময় এম এ সবুর বলেন, নিষ্ঠা ফাউন্ডেশন প্রতষ্ঠালগ্ন হতেই মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকের উপহার বিতরণ কার্যক্রম। এছাড়াও নিষ্ঠা ফাউন্ডেশনের আরো ১৭টি সেবা কার্যক্রম চলমান আছে। আপনাদের দান অনুদান ও সহায়তায় আমরা আছি সবার সাথে। প্রেস বিজ্ঞপ্তি।












