চট্টগ্রাম বিভাগীয় ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আলোচনা সভার আয়োজন ছাড়াও সহায়ক উপকরণ ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক নুসরাত সুলতানা। সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের পক্ষে এডিএম সুমনি আক্তার। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশমনার কামরুল হাসান বলেন, শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা, সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘কোভিড-১৯ পরবর্তী অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে প্রয়োজন প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও অংশগ্রহণ।’ ১৯৯২ সাল থেকে জাতিসংঘ ঘোষিত এ দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে। তিনি আরও বলেন, সমাজের মূল স্রোতধারায় সর্বস্তরের প্রতিবন্ধীদের নিয়ে আসাই সরকারের লক্ষ্য। আলোচনা সভা শেষে ২২ জন এনডিডি প্রতিবন্ধীকে দশ হাজার করে দুই লাখ বিশ হাজার টাকা, পাঁচটি হুইল চেয়ার, হিয়ারিং এইড ও ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়।
ঘাসফুল : ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শুক্রবার সকাল ১০টায় ব্র্যাক ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় ঘাসফুল আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচির আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২১ টাইগারপাস রেলওয়ে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয়েছে। মোহাম্মদ শাহনেওয়াজের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, র্যালি, আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ঘাসফুল আউট অব স্কুল চিলড্রেন কোঅর্ডিনেটর সিরাজুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাসফুলের ট্রেইনার জোবায়দুর রশীদ, ঘাসফুলের সুপারভাইজার আসাদ, ব্র্যাকের কর্মকর্তা আব্দুল আলী, স্বপ্নীল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদার, প্রত্যয়ের নির্বাহী প্রধান নেসার উদ্দিন নাজমুল, মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, মোহাম্মদ হুমায়ুন।
সিএসডি : কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলডের (সিএসডি) উদ্যোগে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালি, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার ও কম্বল বিতরণ গতকাল সিএসডির প্রধান কার্যালয় নন্দীরহাট গুপ্ত পাড়ায় অনুষ্ঠিত হয়। সিএসডির সহ সভাপতি সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।
প্রধান আলোচক ছিলেন সিএসডির আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. হানিফ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সাইদুল ইসলাম (সোহেল), সিএসডির উপদেষ্টা প্রনব কুমার সাহা, প্রকৌশলী সিদ্দিক হোসেন (মামুন), সুলতানা নুরজাহান রোজী, মোহাম্মদ হারুন, রানু চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি।