প্রতিবন্ধীদের যোগ্য করে গড়ে তুলতে উদ্যোগ নিতে হবে

প্রতিবন্ধী ছাত্র সমাজের সাথে সাক্ষাৎকালে চবি উপাচার্য

| সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৭:২২ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে প্রতিবন্ধী ছাত্র সমাজ, চবি নেতৃবৃন্দ উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল রোববার বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত সাক্ষাতে প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার এবং প্রতিবন্ধী ছাত্র সমাজ চবির সাধারণ সম্পাদক মো. মাইদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাশেদুল শেখ, কার্যকরী পরিষদের কর্মকর্তাবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ। প্রতিবন্ধীদের সমাজে বোঝা না ভেবে প্রত্যেকে স্ব স্ব অবস্থান থেকে একটু সহযোগিতার হাত সম্প্রসারণ করলে তাদেরকে কর্মক্ষম করে গড়ে তোলা সম্ভব। তিনি তার বক্তব্যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের হীনম্মন্যতায় না ভুগে লেখাপড়ায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখার পরামর্শ দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে নলেজ শেয়ারিং সেশন
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধী দিবসে মুক্ত হলো বিশেষ সিনেমা