দাতাসংস্থা সিডিডি ও সিবিএম এর সহযোগিতায় নগরীর ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার লক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। গত রোববার মোমিন রোডস্থ শহর সমাজসেবা কার্যালয়-১ এ ১৫ জন প্রতিবন্ধীর প্রত্যেককে এককালীন ২০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়। ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা যোবায়ের আলম, ৩৪ নম্বর ওয়ার্ড পৌর কর্মকর্তা মাহাবুব আলম প্রমুখ। ঋণ গ্রহণকারী ব্যক্তিরা মাছের ব্যবসা, টেইলারিং, কাপড়ের ব্যবসা, মুরগির ব্যবসায় বিনিয়োগ করবেন।
এ প্রসঙ্গে জেএসইউএস-এর সামাজিক উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার আরিফুর রহমান বলেন, বিগত ২০১০ সাল থেকে (পিএইচআরপিবিডি) প্রকল্পের উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৩ নম্বর পাথরঘাটা ও ৩৪ নম্বর ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতাবৃদ্ধি, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, স্বসহায়ক দল গঠন, গুরুতর মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং বিনামূল্যে ওষুধ প্রদানসহ নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। প্রকল্পের আওতায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে গঠিত এপেক্স বডির এডভোকেসির ফলে এ পর্যায়ে ১৫ জন প্রতিবন্ধী ব্যক্তি বিনাসুদে ঋণ গ্রহণ করেছে। আমরা প্রত্যাশা করি, এ ঋণ কাজে লাগিয়ে প্রতিবন্ধী ব্যক্তিবর্গ তাদের অবস্থা ও অবস্থানের ইতিবাচক পরিবর্তন ঘটাবে। প্রেস বিজ্ঞপ্তি।