প্রতিবন্ধী

আসিফ নূর | বুধবার , ২৬ মার্চ, ২০২৫ at ৬:৪৫ পূর্বাহ্ণ

নিজের সাথে কথা বলতে বলতে কখন যে

বোবা হয়ে গেছি, বুঝতেই পারিনি নিজের গান

শুনতে শুনতে কোন বিকেলে বনে গেছি বধির;

তেমনি টেরই পাইনি নিজের রূপ দেখতে দেখতে

কোন পূর্ণিমায় চোখ ঝলসে হঠাৎ হয়েছি অন্ধ।

এখন নির্বাক আমি কিছুই দেখি না শুনি না,

শুধু এক গন্ধ ভাসে নাকেহৃদয়পোড়া গন্ধ;

যেখানেই যাই সেই ঘ্রাণ পাই অবিকল অবিরল।

পূর্ববর্তী নিবন্ধচোখ বন্ধ রাখি
পরবর্তী নিবন্ধঠিন চাবুক