হাটহাজারীতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা নিয়ে তর্কের জেরে প্রতিপক্ষের হামলায় মো. ফারুক (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ১ নং সিটি কর্পোরেশন ওয়ার্ডের আমান বাজার এলাকার পশ্চিম পাশ্বে নাজিম কলোনীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বোন জেসমিন আকতারও (১৯) আহত হয়েছেন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ফারুক কুমিল্লা জেলার বাচ্ছু মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পরিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে স্থানীয় নাজিম কলোনীতে ফয়সালের চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় আইপিএলের খেলা নিয়ে কথা ওঠে। নিহত ফারুক ছিল রাজস্থানের সমর্থক। অপরদিকে তার প্রতিপক্ষরা ছিল ব্যঙ্গালোরের সমর্থক। এই দুই দলের খেলার সমর্থন নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতিতে রূপ নেয়। এ সময় উভয়ের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষ সেই চায়ের দোকান থেকে চলে যায়।
পরে প্রতিপক্ষ ২৫-৩০ জনের সংঘবদ্ধ দল নিয়ে ফারুকের উপর চড়াও হয়। তাকে মারধর করে। প্রতিপক্ষের হামলা ও আক্রমণ থেকে আত্মরক্ষা করতে ফারুক স্থানীয় একটি ঘরে ঢুকে পড়ে। সেখানে ঘরের দরজা ভেঙে হামলাকারীরা তার ওপর আক্রমণ চালায়। এ সময় ভাইকে রক্ষা করতে তার বোন জেসমিন আকতার এগিয়ে এলে হামলাকরীরা তাকেও আক্রমণ করে। এতে করে তারা দুই-ভাই বোন আহত হয়। উপস্থিত লোকজন আহত অবস্থায় তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত একটার দিকে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ফারুকের মা সুরমা বেগম বিভিন্ন হোটেলে কাজ করেন। বাবা বাচ্ছু মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন। সুরমা বেগম বিলাপ করে পুত্রের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
হাটহাজারী থানার উপ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য মঈনুদ্দিন চিশতি ও আসিফ নামে দুজনকে আটক করা হয়েছে। এ হত্যাকন্ডের ঘটনায় থানায় মামলার প্রস্ততি চলছে।