প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৪

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ১:৪১ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় জায়গা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন হাসিনা আহমদ (৫৫) এবং তার তিন সন্তান সালেহা বেগম (২৮), আবু তাহের (২১) ও আফসানা আহমদ (১৬)। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জানা যায়, জায়গা সংক্রান্ত বিরোধে আহত হাসিনা আহমেদের সাথে পার্শ্ববর্তী সেলিম গংদের আদালতে মামলা চলমান রয়েছে। আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও সেলিম গং তাদেরকে ঘর থেকে উচ্ছেদ করার জন্য নানাভাবে পায়তারা চালাচ্ছিল। গতকাল বুধবার সকালে হঠাৎ করে সেলিম গংদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ঘরে হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করে ঘর থেকে বের করে দেয় এবং দরজায় তালা লাগিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে হামলার শিকার হাসিনা আহমেদ বলেন, তারা নিরীহ হওয়ায় পাশের বাড়ির সেলিম গং তাদেরকে নানাভাবে নির্যাতন চালাচ্ছে।
রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী জানান, হামলার ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এই বিষয়ে থানায় একটি মামলা নেওয়া হচ্ছে। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধা শ্রমিক নেতা সাত্তারের স্মরণ অনুষ্ঠান আজ
পরবর্তী নিবন্ধআব্দুর রহমান ভূইয়া স্মরণে দোয়া মাহফিল