প্রতিপক্ষের বসতবাড়িতে ভাঙচুর, ফাঁকা গুলি

হাইলধরে পূর্ব শত্রুতার জের

আনোয়ারা প্রতিনিধি | বুধবার , ৩০ ডিসেম্বর, ২০২০ at ৯:৪৫ পূর্বাহ্ণ

আনোয়ারা হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় কাজী বাড়ির মোহাম্মদ কামাল উদ্দিন নামে এক ব্যক্তির বসতঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। জায়গা জমির বিরোধ নিয়ে পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এসময় ২০ রাউন্ডের অধিক ফাঁকা গুলি ছোঁড়া হয়েছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড পাল্টা গুলি ছুঁড়েছে। গত সোমবার মধ্যরাতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিপক্ষের ১১ জনের বিরুদ্ধে ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছেন। হামলার শিকার কামাল উদ্দিনের স্ত্রী মফিজা বেগম (৫৫) বলেন, সোমবার রাত ৩টায় একদল সশস্ত্র লোক আমাদের বসতঘরে হামলা চালিয়ে বাউন্ডারি ওয়াল ও সিসি ক্যামরা ভাঙচুর করে। এসময় অস্ত্র নিয়ে তারা জোরপূর্বক ঘরে ঢুকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। এছাড়া তারা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে গুলির শব্দে ঘুম ভাঙলে স্থানীয়রা মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দেয়। এতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তারা ২০/২৫ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এসময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, কামাল উদ্দিনের পরিবারের সাথে দীর্ঘদিন ধরে স্থানীয় ইব্রাহীমের পরিবারের জায়গা-জমি নিয়ে বিরোধ। এ ঘটনায় আদালতে মামলাও রয়েছে। এ অবস্থায় কয়েকমাস আগে বিরোধপূর্ণ জায়গায় কামাল উদ্দিনের পরিবার গেইট নির্মাণ করে। পরে গত সোমবার মধ্যরাতে প্রতিপক্ষের লোকজন সেই গেইটে ভাঙচুর চালায়। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড গুলি ছোঁড়ে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্বণন’র ৩৫ বছর পূর্তির সূচনা অনুষ্ঠান ১ জানুয়ারি
পরবর্তী নিবন্ধযমুনা অয়েল কোম্পানি সিবিএ নির্বাচন ২৮ জুন