প্রতিনিধি নাট্য সমপ্রদায়ের সপ্তাহব্যাপী নাট্য উৎসব কাল শুরু

| বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি, ২০২৩ at ১০:০৩ পূর্বাহ্ণ

প্রতিনিধি নাট্য সমপ্রদায়ের সপ্তাহব্যাপী নাট্য উৎসব আগামীকাল শুক্রবার শুরু হচ্ছে। ‘দ্রোহে প্রেমে সংগ্রামে, এসো নাটকের প্রাঙ্গণে এ স্লোগানে নাট্য উৎসবে ঢাকা ও চট্টগ্রামের আমন্ত্রিত দলের নাটকসমূহ হচ্ছে ভাগের মানুষ, পারাপার, অপেক্ষা, উজানে মৃত্যু, আরশোলা, নানা রঙের দিন ও শরতের মেঘ, বীরাঙ্গনার বয়ান। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে প্রতিনিধি নাট্য সমপ্রদায় গৌরবের সাথে পার করেছে ৪৩ বছর।

উদ্বোধনী অনুষ্ঠান করবেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান অতিথি থাকবেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব ম. হামিদ। বিশেষ অতিথি থাকবেননাট্যজন আকতারুজ্জামান, খালেদ খেলাল,মোসলেম উদ্দিন শিকদার, সাইফুল আলম বাবু। জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক নাট্যজন হাসান জাহাঙ্গীরের সভাপতিত্বে সমাপনী দিনে অতিথি থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান নাট্যজন লিয়াকত আলী লাকী, নাট্যজন রবিউল আলম, . সাইফুল আলম চৌধুরী, সনজীব বড়ুয়া।

সঞ্চালনায় থাকবেন লেখক দিলরুবা খানম। দেশের স্বনামধন্য ৮টি আমন্ত্রিত নাট্যদল, সেরা নাটক মঞ্চায়ন করবে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। বিকেল পাঁচটা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, মিলনায়তনে নাটকের সন্ধ্যা ৭টা থেকে। আগামীকাল শুক্রবার থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন আহ্বায়ক হাসান জাহাঙ্গীর, সদস্য সচিব রানা রক্ষিত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ নুর উন নবী
পরবর্তী নিবন্ধআলী আহমেদ