প্রতিদ্বন্দ্বিতা থেকে সরছি না : বাইডেন

| শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৭:৩৭ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম মুখোমুখি বিতর্কে ধরাশায়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাওয়ার চাপ জোরালো হতে থাকলেও তিনি নির্বাচনী দৌড়ে শেষ পর্যন্ত থাকবেন বলে জানিয়েছেন। খবর বিডিনিউজের।

বুধবার ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতা ও অঙ্গরাজ্যগুলোর ডেমোক্র্যাট গভর্নরদের সঙ্গে বৈঠকের সময় এবং তার নির্বাচনী প্রচারণা শিবিরের কর্মীদের কাছে করা কলে বিষয়টি পরিষ্কার করেছেন তিনি। বাইডেন তার নির্বাচনী প্রচারণা টিমের উদ্বিগ্ন সদস্যদের করা এক কলে বলেছেন, তিনি প্রতিদ্বন্‌দ্িবতা থেকে সরছেন না, এই কলের বিষয়ে জানানে এমন দুই ব্যক্তির বরাত দিয়েছে জানিয়েছে রয়টার্স।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করেছে হিজবুল্লাহ
পরবর্তী নিবন্ধগাজায় যুদ্ধে বাস্তুচ্যুত ১৯ লাখ মানুষ : জাতিসংঘ