প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের আশা লংকান কোচের

| সোমবার , ২৩ মে, ২০২২ at ১০:৫৮ পূর্বাহ্ণ

শ্রীলংকান কোচ ক্রিস সিলভারউডও বলেছেন, ম্যাচটা সহজ হবে না। রোববার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় না এটা সহজ ম্যাচ হবে। দুই দলই ম্যাচটা জিততে চায়। সিলভারউড বলেন, ‘খেলোয়াড়রা খুব মনোযোগী আছে।

তারা জানে আমাদের সামনে কঠিন একটা লড়াই। এটা দারুণ চ্যালেঞ্জ। দারুণ হবে যদি আমরা জিততে পারি। শ্রীলংকার মানুষদের মুখে হাসি এনে দিতে পারে।

একই সঙ্গে বাংলাদেশও একই কাজ করতে চাইবে। তাই এটা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’

পূর্ববর্তী নিবন্ধবাস্কেটবল লিগ দলগুলোর প্রতিনিধি সভা আজ
পরবর্তী নিবন্ধখুলশী ক্লাবের অন্তরঙ্গন ক্রীড়ার পুরস্কার বিতরণী সম্পন্ন