প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে

প্রফেসর সিকান্দার খান

| বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৫ পূর্বাহ্ণ

বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মু. সিকান্দার খান শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ক্লাস চালুর বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন। তিনি বলেন, শিশু-কিশোররা ঘরে থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এখন শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধু-বান্ধব শিক্ষকদের সাথে মিশতে পারবে। একটা নরমাল পরিবেশ পাবে। তবে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। শিক্ষকদের সচেতন হতে হবে। অভিভাবকদের আগের চেয়ে অনেক বেশি সচেতন থাকতে হবে। কোভিড পরিস্থিতি এখন নিম্নগামী। কোভিডের আসল সময়টা চলে গেছে। পাশাপাশি আশার বিষয় হলো, ৬০ বছরের নিচে কোভিডের সংক্রমণের ঝুঁকি কম। স্কুলে মাঝে মাঝে পরিদর্শন করতে হবে শিক্ষা কর্মকর্তাকে, শিক্ষকদের সাথে বসতে পারেন, স্কুলের পারিপার্শ্বিক অবস্থা দেখতে পারেন তিনি। অর্থাৎ আমার কথা হলো প্রতিটি সেক্টর যার যার অবস্থান থেকে সচেতন হয়ে কাজ করলে ঝুঁকিটা অনেকাংশে কেটে যাবে।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষা প্রতিষ্ঠান খুলেছে কিন্তু ঝুঁকি রয়েই গেছে
পরবর্তী নিবন্ধনিঃসঙ্গতা থেকে মুক্তি পাবে শিক্ষার্থীরা