প্রতিটি স্কুল, পাড়া মহল্লায় স্কাউট আন্দোলন জোরদারের আহ্বান

স্কাউটের ৬২তম সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

| শুক্রবার , ৯ মে, ২০২৫ at ১১:২৮ পূর্বাহ্ণ

বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় স্কাউট আন্দোলন জোরদার করার আহ্বান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহাম্মদ। বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী কমিটির ৬২তম সভায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এই আহ্বান জানান। শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে গত বুধবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইলিয়াস উদ্দিন আহাম্মদ।

বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সামাজিক অস্থিরতা, কিশোর গ্যাং ও হতাশায় নিমজ্জিত তরুণ সমাজকে আলোকিত জীবন গঠনে স্কাউটিং এর বিকল্প নেই। নৈতিকতা সম্পন্ন আত্মনির্ভরশীল জাতি গঠনেও এর ভূমিকা অতুলনীয়। খবর বাসসের।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের সচিব এবং বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের কমিশনার প্রফেসর ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ, বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) ও বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি মো. আতাউর রহমান, বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সহসভাপতি এডভোকেট জিয়া হাবীব আহসান, পার্থ প্রতিম দাশ, মো. জসীম উদ্দিন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক এস এম শাহনেওয়াজ আলী মির্জা, যুগ্ম সম্পাদক ইমরান হোসেন, কাউন্সিলর প্রতিনিধি কামরুন্নাহার বেগম, লিডার ট্রেনার প্রতিনিধি আ... আজগর হোসাইন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবিজিসি ট্রাস্ট ভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সেমিনার
পরবর্তী নিবন্ধভবিষ্যতের শ্রমবাজারে মানুষের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে : ভিসি