প্রতিটি সড়কে সিগন্যাল বাতি চালু করা হোক

| শনিবার , ৫ অক্টোবর, ২০২৪ at ৬:০১ পূর্বাহ্ণ

বন্দরনগীর চট্টগ্রামে সিগন্যাল বাতির অভাবে ছাত্ররা গতানুগতিক হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও সার্জেন্ট এর দায়িত্ব পালন করেছে। তারপরও সড়কে যানজট মুক্ত হচ্ছে না, প্রায় সময় নগরীর ইপিজেড, বন্দর, সিমেন্ট ক্রসিং, বন্দরটিলা, আন্দরকিল্লা, নিউমার্কেট, জিইসি মোড়, টাইগারপাস মোড়সহ নানা গুরুত্বপূর্ণ সড়কে যানজটের ফলে সাধারণ নগরবাসী ও অফিসআদালত ও স্কুলগামী ছাত্রছাত্রী, অভিভাবকসহ জরুরি রোগী পরিবহন ও জরুরি সেবায় নিয়োজিত যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। যার ফলে মানুষের স্বস্বকাজে যেতে এবং কাজ শেষে বাড়ি ফিরতেও বেশ দুর্ভোগ পোহাতে হয়। অফিসআদালতে দেরীতে পৌঁছানোর ফলে একদিকে যেমন কাজে ধীরগতি নেমে আসে, অপরদিকে ব্যক্তিরাও মানসিক চাপ নিয়ে কাজ করে থাকে, যার ফলে অহরহ ভুলভ্রান্তি ও জটিলতা সৃষ্টি হয়। এছাড়াও নগরীর ব্যস্ততম সড়কে জ্যামে আটকা পড়ে কিছু অনভিজ্ঞ চালকদের অযথা হর্ন বাচ্চাদের শ্রবণশক্তি কমে যাওয়া, কানে কম শুনার মতো সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই উপরোক্ত বিষয়াদি সুবিবেচনাপূর্বক জনসাধারণের দুর্ভোগ লাঘব করতে অতি শীঘ্রই সিগন্যাল বাতি স্থাপন ও সড়কে শৃঙ্খলা ফেরানোর জন্য উন্নত ও আধুনিক ট্রাফিক সিস্টেম চালু করা হোক এবং অনভিজ্ঞ ড্রাইভারদের যথাযথ রাস্তার নিয়মকানুন ও অযথা হর্ন বাজানো হতে বিরত থাকার আদেশ প্রদান করা হোক।

এম. . সালাম

পাহাড়তলী, চট্টগ্রাম

পূর্ববর্তী নিবন্ধধর্ম ও রাষ্ট্র অপশক্তির গ্রাসে জবরদখল হলে ধ্বংস অনিবার্য : ইমাম হায়াত
পরবর্তী নিবন্ধকৃত্রিম বুদ্ধিমত্তা : পরিবর্তনের নতুন দিগন্ত