প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স চাই

| মঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ১০:২৭ পূর্বাহ্ণ

শিক্ষা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। একটি সুসংগঠিত ও শৃঙ্খলাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানই পারে দক্ষ ও সুনাগরিক গড়ে তুলতে। তবে, দুঃখজনক হলেও সত্য, আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই সঠিক পরিচালনার অভাবে শিক্ষার্থীরা নানান সমস্যার সম্মুখীন হয়। একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয় পরিচালনা কমিটি ও শিক্ষকদের দ্বারা। কিন্তু প্রায়ই দেখা যায়, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে ক্লাস কার্যক্রম বিঘ্নিত হয়, শৃঙ্খলার অভাব থাকে, শিক্ষার্থীরা প্রয়োজনীয় দিকনির্দেশনা পায় না এবং অনেক সময় স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে ন্যায্য সুযোগ থেকেও বঞ্চিত হয়। এমনকি অনেক শিক্ষার্থী তাদের সমস্যার কথা প্রকাশ করতে ভয় পায় বা সুযোগ পায় না।

এই পরিস্থিতির উত্তরণ ঘটাতে শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপন অত্যন্ত জরুরি। অভিযোগ বক্স থাকলে শিক্ষার্থীরা নির্ভয়ে, গোপনীয়ভাবে তাদের অভিযোগ ও সমস্যার কথা তুলে ধরতে পারবে। এতে পরিচালনা কমিটি ও শিক্ষকরা শিক্ষার্থীদের বাস্তব সমস্যাগুলো জানতে পারবেন এবং কার্যকর সমাধানের ব্যবস্থা নিতে পারবেন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যেন দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অভিযোগ বক্স স্থাপন বাধ্যতামূলক করা হয়। এতে শিক্ষার মানোন্নয়ন হবে, এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আরও সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে যেতে পারবে।

মোহাম্মদ ছরোয়ার

শিক্ষার্থী,

সরকারি আলাওল কলেজ, বাঁশখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধড. মুহম্মদ শামসুজ্জোহা : প্রথম বাঙালি শহীদ বুদ্ধিজীবী
পরবর্তী নিবন্ধরামাদানের আগমনী