রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী বলেছেন, যেখানে খালি জায়গা রয়েছে, সেখানে গাছের চারা লাগাতে হবে। উপজেলার যে যেখানে থাকেন প্রতিজন অন্তত কমপক্ষে ৩টি করে গাছ লাগাবেন। একাজের পাশাপাশি যত্রতত্র অপচনশীল আবর্জনা ফেলবেন না, পরিবেশ রক্ষায় সকলকে সচেতন হতে হবে। গতকাল বৃহস্পতিবার তিনি উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কাজু বাদাম-কপি গবেষণা উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাছের চারা বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান। ইউএনও আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন। অনুষ্ঠানে কাজু বাদাম ও কপি চাষ প্রকল্পের আওতায় ৮ জন কৃষকের মাঝে ৬৪০টি কাজু বাদামের গাছের চারা ও ৪জন কৃষকের মাঝে ৫৪০টি কপি গাছের চারা বিতরণ করেন।