প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধিতে মানুষ আজ দিশেহারা

সীতাকুণ্ডে সিপিবির সমাবেশে বক্তারা

| শনিবার , ২৮ মে, ২০২২ at ৮:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দেশব্যাপী দাবিপক্ষের অংশ হিসেবে সীতাকুণ্ড উপজেলা কমিটির উদ্যোগে লতিফপুর পাক্কার মাথা, ফৌজদারহাট বাজার, বকুলা বাজার, ভাটিয়ারি, মাদামবিবির হাট, বার আউলিয়া, কুমিরা বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসব সভায় সভাপতিত্ব করেন সীতাকুণ্ড উপজেলা সিপিবির সভাপতি এডভোকেট জহিরউদ্দিন মাহামুদ। বক্তব্য রাখেন সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অধ্যাপক কমরেড উত্তম চৌধুরী, মো. মছিউদ্দৌলা, কমরেড মাহাবুব হক চৌধুরী, জামাল উদ্দিন, নুরুল মোস্তফা, ইমরান চৌধুরী, মাহাবুবুল হক ও আবু তাহের প্রমুখ।সমাবেশে বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়। সিপিবি নেতারা বলেন, বাজারের প্রতিটি পণ্যের মূল্যবৃদ্ধির ফলে স্বল্প ও মধ্য আয়ের মানুষ আজ দিশেহারা। বক্তারা বলেন, দুর্নীতিবাজ, মুক্তবাজার ওয়ালাদের হাত থেকে দেশ ও জনগণকে বাঁচাতে ব্যবস্থা বদলাতে কমিউনিস্ট বামপন্থীদের ক্ষমতায় আনতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের আরেকটি গুরুত্বপূর্ণ শহর দখলের দাবি রাশিয়ার
পরবর্তী নিবন্ধদক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনস্থল পরিদর্শনে মফিজুর রহমান