চট্টগ্রাম জেলা শিশু একাডেমি সম্মেলন কক্ষে গতকাল বুধবার অ্যাসোসিয়েশন অব ডেভেলাপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে ‘সম-নাগরিকত্ব শীর্ষক সেমিনার’ অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপ-পরিচালক হাসান মাসুদ, সভাপতিত্ব করেন এডাব চট্টগ্রাম জেলা শাখার সভাপতি জেসমিন সুলতানা পারু। মূল বিষয়বস্তু উপস্থাপন করেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব উৎপল বড়ুয়া। এতে বিশেষ অতিথি ছিলেন এডাবের কেন্দ্রীয় পরিচালক এ কে এম জসিম উদ্দিন এবং প্রোগাম ডাইরেক্টর কাওসার আলম কনক। বক্তারা বলেন, বাংলাদেশের সংবিধানে প্রতিটি নাগরিকের সম-মর্যাদা বিদ্যমান তাই জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ বৈষম্য করে কাউকে পিছিয়ে রাখা এবং অধিকার বঞ্চিত রাখা যাবে না। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে এবং অন্যকেও সচেতন করতে হবে। সেমিনারে সরকারি-বেসরকারি, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন ধর্মীয় নেতা এবং তৃতীয় লিঙ্গের মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্য দেন তৃতীয় লিঙ্গের প্রতিনিধি জেরিন, ধর্মীয় নেতা মুহাম্মদ সরওয়ার উদ্দিন, সনাতন চক্রবর্তী বিজয় প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












