এশিয়া কাপের সুপার ফোর পর্বে আজ বুধবার শক্তিশালী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিততে পারলে ফাইনালের পথে আরো একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। অপরদিকে ভারত জিতলেও তারাও ফাইনালের দিকে এগিয়ে যাবে। কারণ দু দলই সুপার ফোর পর্বে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে। আর ভারত এখনো পর্যন্ত এবারের এশিয়া কাপে একমাত্র অজেয় দল। তবে ম্যাচের আগে দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়ে দিলেন ভারত অজেয় কোনো দল নয়। সিমন্স বলেন প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। খেলা সেদিনের জন্য। ভারত আগে কী করেছে তা নয়। আসল হলো আজ বুধবারের তিন ঘণ্টা ত্রিশ মিনিটে কী ঘটে। আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এবং ভারতের দুর্বল দিক খুঁজে বের করার চেষ্টা করব। ভারতের সঙ্গে ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। আর সেটি ভালই টের পাচ্ছেন সিমন্সও। তিনি বলেন ভারত বিশ্বের এক নম্বর টি–টোয়েন্টি দল। তাই ম্যাচে বাড়তি হাইপ থাকবেই। আমরা সেটাকে উপভোগ করব এবং মাঠে লড়াই করব। দুবাইয়ের উইকেট নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ কোচ। তার ভাষায় এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য দারুণ। টস খুব একটা প্রভাব ফেলবে না। তবে পরপর ম্যাচ খেলা শারীরিকভাবে কঠিন। বিশেষ করে এই গরমে তা বেশ কষ্টকর ক্রিকেটারদের জন্য। সিনিয়র খেলোয়াড় মোস্তাফিজুর রহমানের বিশেষভাবে প্রশংসা করেছেন সিমন্স। তিনি জানান মোস্তাফিজ দলের প্রধান বোলার হিসেবে দারুণ ভূমিকা রাখছে। টিম মিটিংয়েও সে জুনিয়রদের গাইড করছে। এটা দলীয় চেতনার জন্য অসাধারণ। বাংলাদেশে ক্রিকেট নিয়ে সমালোচনা সবসময় থাকে। এ বিষয়ে সিমন্স বলেন আমি আমার কোচিং স্টাফ ও অধিনায়ক যদি আত্মবিশ্বাসী থাকি তাহলে বাইরের সমালোচনা আমাদের জন্য হাঁসের গায়ের পানির মতো। তিনি বলেন আমরা শুধু শ্রীলংকাকে হারাতে আসিনি। আমরা টুর্নামেন্ট জিততে এসেছি। আর সে টুর্নামেন্ট জিততে আমাদের কি কি করতে হবে সেটাও আমরা বেশ ভালভাবেই জানি। কাজেই আমরা চাই আমাদের সেরাটা দিতে। কারন প্রতিটি দিনই আলাদা। মাঠে সেরাটা দিতে হবে। প্রতিপক্ষ কে সেটা ভাবার কোন দরকার নেই। ভারতের বিপক্ষে জেতা যাবেনা তেমনতো কোন কথা নেই। তাই আমরা চেষ্টা করে যাব।