প্রতিটি থানায় নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে

বিএনপির কর্মী সমাবেশে শামীম

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের প্রতিটি থানায় তৃণমূলের নেতাকর্মীদের সংঘটিত করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করার ঘোষণা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তিনি বলেন, আমাদের লাখ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সারাদেশে গুম, খুন, নির্যাতন করা হচ্ছে। এর থেকে মুক্তি পেতে হলে দেশে জনতার গণঐক্য গড়ে তুলতে হবে। গতকাল শনিবার দুপুরে নগরীর কাজীর দেউরী মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কোতোয়ালি থানা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রধান বক্তা নগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেন, রাজনীতি শুধু কথামালা নয়, রাজনীতি হচ্ছে উন্নয়নের জন্য। আওয়ামী লীগ উন্নয়নের নামে মিথ্যাচার করছে। বিশেষ অতিথি নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, নগর বিএনপি প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী ইউনিটে পরিণত করতে থানায় থানায় কর্মসূচি হাতে নিয়েছি।
কোতোয়ালি থানা বিএনপির সভাপতি মনজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ জাকির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এসএম সাইফুল আলম, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, হারুন জামান, মোহাম্মদ আলী, আহমেদুল আলম চৌধুরী রাসেল, কামরুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সেন্টমার্টিনের জেটি অবিলম্বে সংস্কার দাবি
পরবর্তী নিবন্ধমনু মিয়া স্মৃতি ফাউন্ডেশনের খাবার বিতরণ