কুমিল্লার নাঙ্গলকোটে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কার্যক্রম গতকালও শেষ হয়নি। উল্টে যাওয়া ৯টির বগির মধ্যে গতকাল রাত পর্যন্ত ৬টি বগি উদ্ধার করা হয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হতে আরো একদিন (আজ সারাদিন) লাগবে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।
উদ্ধার কার্যক্রম পুরোদমে শেষ না হওয়া এবং ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত করা সম্ভব না হওয়ায় চট্টগ্রামের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ গতকালও স্বাভাবিক হয়নি, আজও স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। গতকাল পর্যন্ত চট্টগ্রামের সাথে সারাদেশের প্রতিটি ট্রেনের সিডিউল লণ্ডভণ্ড হয়ে পড়েছে। কোন ট্রেনই সঠিক সময়ে চট্টগ্রাম আসতে পারেনি এবং চট্টগ্রাম থেকে ছাড়তে পারেনি। চট্টগ্রাম থেকে প্রতিটি ট্রেন ছাড়তে এবং চট্টগ্রামে ফিরতে ৩ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত বিলম্ব হয়েছে। যাত্রা বাতিল হয়েছে সাগরিকা ট্রেনের। চট্টগ্রাম–ঢাকা–সিলেট ও ময়মনসিংহগামী ট্রেনের হাজার হাজার যাত্রীদের গতকালও সারাদিন সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে।
গত রোববার বেলা পৌনে ২টায় কুমিল্লার হাসানপুর স্টেশন সংলগ্ন তেজের বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বিজয় এঙপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হলে রাত ৩টা নাগাদ একটি লাইন কোন রকমে মেরামত করে ওই লাইন দিয়ে সীমিতভাবে ট্রেন চালুর ব্যবস্থা করা হয়।
এ ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক প্রকৌশলী মো. সাইফুল ইসলাম গতকাল রাত ৯টায় আজাদীকে বলেন, রোববার রাত ৩টায় আমরা একটি লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচল শুরু করেছি। দুর্ঘটনাকবলিত ট্রেনের ৬টি বগি উদ্ধার করেছি। আরো ৪টির মতো আছে। কালকের মধ্যে (আজ মঙ্গলবার) দুর্ঘটনা কবলিত স্থানে লাইন পুরোদমে স্বাভাবিক হতে পারে। কোনো কারণে কালকের মধ্যে (মঙ্গলবার) না হলে আরো ১ দিন লাগতে পারে। তবে আমরা মঙ্গলবার (আজ) উদ্ধার কার্যক্রম শেষ করে ট্রেন চলাচল পুরোদমে স্বাভাবিক করার চেষ্টা করবো। দুর্ঘটনাকবলিত এলাকা খুবই সরু হওয়ায় উদ্ধার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান তিনি।
চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান আজাদীকে জানান, মহানগর প্রভাতী ট্রেনটি ঢাকা থেকে দুপুর ১টা ৫৫ মিনিটে এসে রাতে তূর্ণা নিশীতা হয়ে যায়। কিন্তু গতকাল সোমবার মহানগর গোধূলী ট্রেনটি রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম এসেছে। এই কারণে তূর্ণা নিশীতা গতকাল রাত ২টায় ছাড়ার কথা ছিল। ঢাকা মেইল গতকাল রাত ৯টায়ও চট্টগ্রাম স্টেশন এসে পৌঁছায়নি। এছাড়া গতকাল সাগরিকা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। পাহাড়িকা এঙপ্রেস রাত ৯টা পর্যন্ত ফেনীতে ছিল। মেঘনা এবং বিজয় ঠিক সময়ে ছেড়ে গেছে। এদিকে বিকেল ৫টা চট্টগ্রাম স্টেশন থেকে সোনার বাংলা ছেড়ে যাওয়ার কথা থাকলে সেটা ছেড়ে গেছে গতকাল রাত সাড়ে ৮টায়।
চট্টগ্রাম স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলামের সাথে রাত সাড়ে ১১টায় কথা হলে তিনি আজাদীকে বলেন, কুমিল্লার নাঙ্গলকোটে ময়মনসিংহগামী বিজয় এঙপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার কারণে কয়েকটি ট্রেনের সিডিউল কিছু বিলম্ব হয়েছে। উদয়ন রাত ১টায় ছাড়বে। তূর্ণা নিশীতাও দেরি হবে। কালকে (মঙ্গলবার) সব ট্রেন ঠিক মতো চলবে।