পটিয়া উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি। গত বুধবার পটিয়া উপজেলায় হাইদগাঁও আশ্রয়ণ প্রকল্পের পুকুরে ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে এ পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ সময় হুইপ বলেন, শেখ হাসিনার সরকার সারা দেশে মাছের উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এ পদক্ষেপে দেশে মাছ উৎপাদনে ব্যাপক সফলতা এসেছে। তারই ফলশ্রুতিতে দেশে মাছ চাষ বা মৎস্য উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ তৃতীয় অবস্থানে রয়েছে। পরিকল্পিত মাছ চাষের মাধ্যমে সারা দেশে মাছের উৎপাদন বাড়িয়ে দেশে মাছের চাহিদা মেটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। পটিয়ার প্রতিটি জলাশয়ে শতভাগ মাছের উৎপাদন বাড়াতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, স্বপন চন্দ্র দে, সহকারী মৎস্য কর্মকর্তা, সুজাত চৌধুরী, সমপ্রসারণ কর্মকর্তা ফারজানা সিকদার, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, উপজেলা যুবলীগ নেতা আবুল হাসনাত মো. ফয়সাল, ইউপি সদস্য তসলিমা নুর, টিটু দাশ, ফয়জুল আবেদীন সজিব, মো. লোকমান, মো. সৌরভ, সোহেল চৌধুরী প্রমুখ।