প্রতিটা মানুষকে গুরুত্ব দিতে হবে

আয়েশা সিদ্দিকা হ্যাপি | রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

প্রতিটা মানুষকে গুরুত্ব দিতে হয়। সে হোক ছোট বা বড়। কিন্তু তার মানে এই নয় যে নিজের মূল্যবান সময় অপ্রয়োজনীয় কাউকে দিবেন। যে বিপদে পরে তাঁকে সাহায্য করা একজন মানুষ হিসেবে অন্য মানুষের দায়িত্ব। তবে যে সাহায্যে নামে নিজের সময় কাটানোর মাধ্যম খুঁজে অন্যদের মূল্যবান সময় নষ্ট করে তাঁর থেকে দূরে থাকা অনেক ভালো। যার দ্বারা আপনার লাভ হবে তাঁকে আপনার সাথে রাখবেন, যার দ্বারা আপনার কোনো লাভ হবে না তাকেও সাথে রাখবেন। কিন্তু যার দিয়ে আপনার ক্ষতি হবে তাঁকেই কখনো জীবনে স্থান দিবেন না। তাঁর মানে এই নয় যে আপনি অহংকার করে কথা বলবেন। সব সময় মনে রাখবেন ঘড়ির কাটা এক সময় আপনার দিকেও আসতে পারে। আজ অন্যের সময়টা হয়তো খারাপ যাচ্ছে কালকে আপনারটাও খারাপ হতে পারে। ঘড়ির কাটা কিন্তু একটা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকে না। সে চলে আপনা গতিতে। হয়তো আজ আমার কাল আপনার। তাই কাউকে কথা বলার আগে ভেবেচিন্তে বলুন। আর গুরুত্ব দিয়ে সব কথা শোনার চেষ্টা করুন কাউকে সাহায্য করতে না পারলেও অন্তত চেষ্টা করুন।

পূর্ববর্তী নিবন্ধমানবিক বন্ধুই প্রকৃত বন্ধু
পরবর্তী নিবন্ধশিক্ষক