দুস্থ, বিপর্যস্ত, পরিবেশ রক্ষা ও অবহেলিত বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে মানবতাকে হৃদয়ে ধারণ করে মানবসেবায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তারা বলেছেন, প্রতিকূল পরিবেশেও আমাদের সেবা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে।
ডিজি টিম সম্মাননা, প্রাক্তন জেলা গভর্নরদের সম্মাননা, প্রাক্তন ক্লাব প্রেসিডেন্ট সম্মাননা, নতুন সদস্যদের অভিষেক ও ফ্যামেলি নাইট উদযাপন উপলক্ষে গত ২ ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ১৬তম চার্টার এনিভার্সারি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন ইয়াসমিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল। বিশেষ অতিথি ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. এমডিএম মহিউদ্দিন চৌধুরী, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর মো. লায়ন কামরুজ্জামান লিটন, পিডিজি লায়ন এম এ মালেক, পিডিজি লায়ন রফিক আহমেদ, পিডিজি লায়ন মোস্তাক হোসাইন, পিডিজি লায়ন নাদের খান, পিডিজি লায়ন কবিরউদ্দিন ভুঁইয়া, পিডিজি লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, পিডিজি লায়ন কামরুন মালেক, পিডিজি লায়ন শামসুদ্দিন সিদ্দিকী।
সম্মানিত অতিথি ছিলেন জেলা কেবিনেট সেক্রেটারী লায়ন বেলালউদ্দীন চৌধুরী, জেলা কেবিনেট ট্রেজারার লায়ন মো. ইমতিয়াজ ইসলাম, জিএলটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন জাহানারা বেগম, জিএমটি ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন ইঞ্জিনিয়ার চন্দন কুমার দাশ, জিইটি ডিস্ট্রিক্ট কো–অর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর লায়ন হুমায়ুন কবীর এবং আরসি হেড কোয়ার্টার (এডমিন) ক্লাব ডিরিক্টের লায়ন পারভীন মাহমুদ এফসিএ।
কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন ও এ উপলক্ষে প্রকাশিত স্যুভেনিয়রের মোড়ক উন্মোচন এবং ক্লাবের নতুন সদস্যদের স্বাগত ও শপথ বাক্যে পাঠ করান জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল। অনুষ্ঠানে সেবা কার্যক্রম অংশ হিসেবে সমাজের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী ১৮ জন মানুষের মাঝে মার্স্টাডকার্ডের সৌজন্যপ্রাপ্ত এসিসেট্যান্ট ইকুইপমেন্টের চেক সেন্টার ফর ডিজএ্যবলস কনসার্ন ( সিডিসি) এর নিবার্হী কর্মকর্তা লুৎফুননেসা রূপসার কাছে হস্তান্তর করা হয়। যাতে করে তারা তাদের জীবনযাত্রারমান সহজ করতে পারে। ক্লাব প্রতিষ্ঠাতা ও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত শামসুন্নাহার রহমান পরাণকে বিশেষভাবে স্মরণ করা হয়।
লায়ন লুভনা হুমায়ুন সঞ্চলনায় অনুষ্ঠানে কোরআন তেলওয়াত করেন লায়ন সিজারুল ইসলাম। লায়নিজমের আনুগত্যের শপথ পাঠ করান লায়ন স্বপন কুমার বিশ্বাস ও লিও শপথ পাঠ করান লিও আইপিপি সাজ্জাদ হোসেন সাগর। স্বাগত বক্তব্য দেন, ১৬তম চার্টার নাইট অর্গানাইজার কমিটি ও ক্লাব ডিরেক্টর লায়ন জাহানার বেগম। ক্লাবের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন ক্লাব সেক্রেটারি লায়ন শিপ্রা বড়ুয়া। ক্লাবের প্রাক্তন প্রেসিডেন্টদের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন, লায়ন মো. জামালউদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাবের ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আ ন ম বোরহানউদ্দিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।