প্রতারণা এড়াতে রেল সেবা অ্যাপ থেকে টিকেট কেনার পরামর্শ

| মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৩৯ পূর্বাহ্ণ

ট্রেনে যাত্রী হয়রানি ও প্রতারণা প্রতিরোধে বাংলাদেশ রেলওয়ে যাত্রীদের নিজেদের নির্ধারিত মোবাইল অ্যাপ ‘রেল সেবা’ ব্যবহার করে টিকেট কেনার প্রতি গুরুত্বারোপ করেছে।

গতকাল সোমবার রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে টিকেট বিক্রির নামে যে সব প্রস্তাব দেখানো হয় সেগুলোর অধিকাংশই প্রতারণা, এসব প্রতারক বিকাশ, নগদ বা মোবাইল ব্যাংকিংএর মাধ্যমে টাকা নেওয়ার পর যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং অনেক যাত্রী হয়রানি ও প্রতারণার শিকার হয়েছেন। কিছু প্রতারক আগের ব্যবহৃত সিমকার্ডও বন্ধ করে দেয়, ফলে প্রতারিতরা আর যোগাযোগ করতে পারে না। খবর বাসসের।

রেল সূত্রে জানানো হয়েছে, একটি রেজিস্টার্ড আইডি থেকে একক যাত্রায় সর্বোচ্চ চারটি টিকেট কেনা যাবে এবং টিকেটের ক্ষেত্রে আইডিধারীর সহযাত্রীদের নাম ইনপুট করা বাধ্যতামূলক। বর্তমানে ট্রেনের শতভাগ টিকেট অনলাইনে বিক্রয় করা হচ্ছে এবং শুধুমাত্র বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত অ্যাপ ‘রেল সেবা’ থেকেই টিকেট কেনা যাবে, রেল কর্তৃপক্ষ স্পষ্ট করে জানায় যে রেল সেবা ব্যতীত অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা স্থানে টিকেট কিনলে প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। রেলওয়ের নিয়ম অনুসারে যে ব্যক্তির আইডি ব্যবহার করে টিকেট কেনা হয়েছে, ওই ব্যক্তিকেই মোবাইল ফোন ও ফটোযুক্ত আইডি কার্ডসহ ভ্রমণ করতে হবে, আইডিধারী ও টিকেটে উল্লিখিত সহযাত্রী ব্যতীত অন্য কেউ ভ্রমণ করলে তা আইনগত দণ্ডনীয় অপরাধ।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর সহায়তায় ডব্লিউএফপিকে ৩৪ লাখ ডলার প্রদান করেছে জাপান
পরবর্তী নিবন্ধইসির সিদ্ধান্তে হস্তক্ষেপ করা উচিত হবে না : চবি উপাচার্য