কবিতা হচ্ছে সময়ের সবচেয়ে অগ্রসর স্বর। কবিকে সমকাল ও মহাকালের ইশারাটি বুঝতে হয়। তা না হলে সাজানো শব্দরাশির স্তূপের নিচে তিনি নিজেই চাপা পড়ে যাবেন।
অকালপ্রয়াত কবি প্রণয় কান্তির ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রণয় কান্তি ফাউন্ডেশনের সহযোগিতায় উচ্চারক আবৃত্তিকুঞ্জ আয়োজিত প্রণয় কান্তি স্মারক বক্তৃতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে পঠিত মূল প্রবন্ধে কবি সেলিনা শেলী এই অভিমত ব্যক্ত করেন। আলোচনায় অংশগ্রহণ করেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, কবি হাফিজ রশিদ খান ও অধ্যাপক আবু সাঈদ। বক্তারা বলেন, প্রণয় কান্তির কবিতা কালের কষ্টিপাথরে প্রোজ্জ্বল থাকবে।
কবি অনুপমা অপরাজিতার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উচ্চারক সভাপতি ফারুক তাহের। শুভেচ্ছা বক্তব্য দেন প্রাবন্ধিক ফেরদৌস আরা আলীম ও সমাজকর্মী শরিফুল হাসান। স্বপন মজুমদারের সঞ্চালনায় কবিতা পাঠ করেন কবি শুক্লা ইফতেখার। আবৃত্তি করেন আবৃত্তিশল্পী আয়েশা হক শিমু। প্রণয় কান্তি ফাউন্ডেশন থেকে হাফিজ রশিদ খান ও সেলিনা শেলীকে সম্মাননা পদক প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।