রাউজান থানাধীন মহামুনি পাহাড়তলী গ্রামের মহামুনি তরুণ সংঘের ব্যবস্থাপনায় ও কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের সৌজ্যনে গত শনিবার প্রণব স্মৃতি উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা সংঘের ফনী–তটি চত্ত্বরে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাকলিয়া ব্যাডমিন্টন ক্লাবে সিগবাদ ও গালীব জুটি এবং রানার্সআপ হয়েছে শাহ স্পোর্টস দলের হাবীব ও তুহিন জুটি। খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মহামুনি তরুণ সংঘের সভাপতি প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া। প্রধান সুহৃদ হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন লায়ন গভর্নর সমাজ সুহৃদ লায়ন রুপম কিশোর বড়ুয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান রোকন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামুনি এংলো পালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, মহামুনি সংস্কৃতি সংঘের সভাপতি বুধিমিত্র বড়ুয়া, ইউপি সদস্য অর্পিতা মুৎসুদ্দি। বিশেষ সুহৃদ হিসেবে উপস্থিত ছিলেন সুজন প্রসাদ বড়ুয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন শাওন প্রসাদ বড়ুয়া। সভার সঞ্চালনা করেন নিকসন তালুকদার ও দিপ্ত বড়ুয়া। সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।