প্রণব রায় : গীতিকবি ও সাংবাদিক

| বৃহস্পতিবার , ৮ আগস্ট, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

প্রণব রায়(১৯১১১৯৭৫)। কবি, গীতিকার, চিত্রনাট্যকার ও সাংবাদিক। ‘মধুমালতী ডাকে আয়’, ‘কতদিন দেখিনি তোমায়’, ‘নিশিরাত বাঁকা চাঁদ আকাশে’, ‘আমি বনফুল ছন্দে ছন্দে দুলি আনন্দে’ গানগুলো শোনেনি এমন লোক হয়তো খোঁজে পাওয়া দুষ্কর। এসব বিখ্যাত ও জনপ্রিয় গানের গীতিকার প্রণব পায়। প্রণব রায়ের রচিত প্রায় সাড়ে তিন হাজার গান রয়েছে যা বাংলা আধুনিক গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। প্রণব রায়ের ১৯১১ খ্রিষ্টাব্দের ৫ই ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম দেবকুমার রায় চৌধুরী। কলকাতার ব্রাহ্ম বয়েজ স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিটি কলেজে ভর্তি হন। এরপর এখান থেকে বিএ পড়ার সময় কারগারনামক কবিতার জন্য তাঁর কারাবাস হয়। উল্লেখ্য এই কবিতাটি প্রকাশিত হয়েছিল বিশ্বদূতপত্রিকায়। কারাবাসের কারণে তাঁর প্রাতিষ্ঠানিক লেখাপড়ার সমাপ্তি ঘটে। ছাত্রাবস্থা থেকেই তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ভাবশিষ্য ছিলেন এবং তাঁর রচনার প্রতি আকর্ষণ ছিল। কলেজ জীবনে স্বদেশী আন্দোলনে অংশ নেন। বিশ্বদূতপত্রিকায় তিনি প্রথম কমরেডশীর্ষক এক কবিতা লেখেন এবং সেজন্য তাঁকে কারাবাস করতে হয়। তাঁর রচিত চারটি গান কাজী নজরুল ইসলামের অনুমোদনে ১৯৩৪ খ্রিষ্টাব্দে শারদীয় হিজ মাস্টার্স ভয়েস রেকর্ডে প্রথম প্রকাশিত হয়। তাঁর রচিত ‘সাঁঝের তারকা আমি পথ হারায়ে’ ও ‘আমি ভোরের যূথিকাগান দুটি যূথিকা রায়ের কণ্ঠে সমান জনপ্রিয়তা পায়। এতে যূথিকা রায় যেমন জনপ্রিয় শিল্পী হিসাবে পরিচিতি পান, তেমনি গীতিকার হিসাবে প্রণব রায়ও খ্যাতি অর্জন করেন। ১৯৩৬ খ্রিষ্টাব্দে ‘পণ্ডিত মশাই’ ছায়াছবিতে প্রথম গান রচনা করেন এবং এটি কমল দাশগুপ্তের সুরে ভবানী দাস কণ্ঠ দিয়েছেন। এর সাথে তিনি যে গল্পগীতি গুলি রচনা করেছেন সেগুলির প্রতি ছন্দে জীবনের সূক্ষ্ম অনুভূতি ধরা পড়ে। জগন্ময় মিত্রের কণ্ঠে তাঁর লেখা ‘চিঠি’ ও সাতটি বছর আগে পরেব্যাপক জনপ্রিয়তা লাভ করে। প্রণব রায় শুধু গীতিকারই ছিলেন না। চিত্রনাট্যকার, কাহিনিকার হিসাবে কয়েকটি কথাচিত্রের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন। বিখ্যাত কমেডি ‘ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্টেন্ট’ এর কাহিনি প্রণব রায় রচনা করেন। আবার পরিচালক হিসাবে তাঁর প্রথম ছবি ‘রাঙামাটি’ ১৯১৯ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। তাঁর রচিত কিছু গোয়েদা কাহিনিও রয়েছে। সাংবাদিক হিসেবেও তার বেশ খ্যাতি ছিলো। বছরখানেক কাজ করেছিলেন ‘বসুমতী’ পত্রিকায় বার্তা সম্পাদক হিসাবে। ব্রিটিশবিরোধী পত্রিকা ‘নাগরিক’এর সম্পাদক ছিলেন তিনি। প্রণব রায় ১৯৭৫ খ্রিষ্টাব্দের ৭ই আগস্ট মৃত্যুবরণ করেন। গতকাল ছিলো তাঁর ৪৯ তম মৃত্যুবার্ষিকী।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধবৃষ্টি এলে