নারীদের আত্মনির্ভরশীল ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রজন্ম মীরসরাইয়ের উদ্যোগে ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রজন্ম মীরসরাইয়ের উপদেষ্টা ইঞ্জিনিয়ার এম খায়রুল মোস্তফা ও নারী উদ্যোক্তা রুহি মোস্তফার পৃষ্ঠপোষকতায় এবং রোটারী ক্লাব অব চিটাগং আগ্রাবাদ ও ইনার হুইল ক্লাব অব আগ্রাবাদের অর্থায়নে সেলাই মেশিনগুলো বিতরণ করা হয়।
প্রজন্ম মীরসরাইয়ের সভাপতি নুপুর দাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও যুগ্ম সম্পাদক রহীম উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, রাশেদা আক্তার মুন্নি, শফিউল আলম প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন, এনায়েত হোসেন নয়ন, ইউনুছ নূরী, মনজুরুল ইসলাম রায়হান, তানভীর হোসেন চৌধুরী তপু, ফোরকান, ওমর ফারুক, আসাদ, মহসিন, রাহুল দাশ, জুয়েল দাশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।











