চট্টগ্রাম–৮ আসনের (চান্দগাঁও–বোয়ালখালী) উপ নির্বাচনের প্রচার–প্রচারণা গতকাল রাত ১২টায় শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এই আসনের ভোট গ্রহণ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা নগরী ও বোয়ালখালী উপজেলার ১৯০টি কেন্দ্রের ১৪১৪টি ভোটকক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই আসনের নির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রার্থীরা হলেন–আওয়ামী লীগের প্রার্থী নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ (নৌকা), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিন (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সেহাব উদ্দিন মোহাম্মদ আবদুস সামাদ (মোমবাতি), এনপিপির কামাল পাশা (আম), স্বতস্ত্র প্রার্থী মীর মো. রমজান আলী (একতারা)। গতকাল শেষ দিনের প্রচারণায় ৫ প্রার্থীসহ তাদের সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যাপক শোডাউন করেছেন।
এদিকে আগামীকালের ভোটগ্রহণের জন্য প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা হয়েছে সাড়ে ৪ হাজার ভোট গ্রহণ কর্মকর্তা (প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসার) এবং ভোট গ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে ২৫শ’ ইভিএম।
নির্বাচনের প্রস্তুতির ব্যাপারে চট্টগ্রাম জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহা: জাহাঙ্গীর হোসাইন বলেন, চট্টগ্রাম–৮ আসনের উপ নির্বাচনে ভোট গ্রহণের জন্য সকল ধরনের প্রস্ততি নেয়া হয়েছে। বুধবার (আজ) কেন্দ্রে কেন্দ্রে ভোট গ্রহণ সামগ্রী পৌঁছে যাবে। মোট ৫ জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। প্রতি ভোট কেন্দ্রে এক প্রিসাইডিং কর্মকর্তা, একজন করে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও দুইজন করে পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। চার হাজার ৪৩২ জন কর্মকর্তা নির্বাচনে দায়িত্ব পালন করবেন। এরসঙ্গে আরও ৫ শতাংশ অতিরিক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। সব মিলে প্রায় চার হাজার ৬৫০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
আজ ভোট গ্রহণ কর্মকর্তারা ১৯০টি কেন্দ্রে ইভিএমসহ নির্বাচনী সামগ্রী নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ভোট অবস্থান নিবেন। এদিকে চট্টগ্রাম–৮ আসনের উপ–নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহনের জন্য মোট ২৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ৩জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে থাকবে পুলিশ–আনসার। এছাড়াও থাকবে র্যাব। স্ট্রাইকিং ফোর্স বিশেষ করে বিজিবি মোবাইল টিম দায়িত্বপালন করবে। প্রতিটি মোবাইল টিমে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বপালন করবেন।
মোট ভোটার সংখ্যা : চট্টগ্রাম–৮আসনটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭নং ওয়ার্ড এবং বোয়ালখালী পৌরসভা ও উপজেলার কধুরখীল, পশ্চিম ও পূর্ব গোমদন্ডী, শাকপুরা, সারোয়াতলী, পোপাদিয়া, চরণদ্বীপ, আমুচিয়া ও আহলা করলডেঙ্গা ইউনিয়ন নিয়ে গঠিত।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৯২২ ও নারী ২ লাখ ৩৪ হাজার ৭৪ জন। শুধু বোয়ালখালী উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৬৪ হাজার।
এবারের নির্বাচনে দ্রুত ফলাফল ঘোষণার জন্য প্রতিটি কেন্দ্রে প্যাড ব্যবহার করা হবে। ১৯০টি ভোটকেন্দ্রের সবকটিতেই এসব প্যাডের মাধ্যমে ভোটকেন্দ্র থেকে ভোটের ফলাফল রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনে পাঠানো হবে
উল্লেখ্য, এ আসনটি এর আগেও একবার শূন্য হয়েছিল ২০১৯ সালে। মহাজোটের শরিক হিসেবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা মইন উদ্দিন খান বাদল ২০১৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু তিনি ২০১৯ সালের ৭ নভেম্বর মারা যান। তিনি মারা যাওয়ার পর ২০২০ সালের ১৩ জানুয়ারির উপ–নির্বাচনে জয়ী হয়েছিলেন মোছলেম উদ্দিন আহমদ। গত ৫ ফেব্রুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ মারা যান। এরপর আসনটি আবারো শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। পরবর্তীতে নির্বাচন কমিশন এই আসনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল ২৭ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।












