বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ–নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার। প্রার্থীরা গতকাল তাদের প্রচার প্রচারণা শেষ করেছেন। ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের লক্ষ্যে ইতোমধ্যে প্রশাসনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন নৌকা প্রতীকে আ. লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা। স্বতন্ত্র হিসেবে আনারস প্রতীকে উপজেলা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম মিজানুর রহমান এবং দোয়াত–কলম প্রতীকে সাংবাদিক কাজী আয়েশা ফারজানা।
ভোটগ্রহণের জন্য লোকবল নিয়োগসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, এ উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ৭ হাজার ৬৬৬ জন ও মহিলা ভোটার রয়েছেন ৯৮ হাজার ৫০১ জন। ইতোমধ্যে ৭৭৭টি ইভিএম উপজেলায় এসে পৌঁছেছে। এছাড়াও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজ করবেন; থাকবেন দুই প্লাটুন বিজিবি। প্রতিটি কেন্দ্রে পুলিশ এবং আনসার সদস্যরা নিয়োজিত থাকবেন।
মোজাম্মেল হক নামের এক ভোটার বলেন, প্রার্থীদের মধ্যে যাকে সুখে–দুঃখে পাবো তাকেই ভোট দেব। আসলে নির্বাচনের পর তো সুবিধাবাদীদের ভিড়ের কারণে তাদের কাছে সহজে যাওয়া যায় না। আগে পরিস্থিতি কেমন দেখি, তারপর সিদ্ধান্ত নেবো কেন্দ্রে যাবো কিনা।