প্রচারণায় প্রার্থীদের যা মানতে হবে

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থীদের মাঝে গতকাল প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তাগণ। ভোটের মাঠের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচারপ্রচারণা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। তবে এবার নির্বাচনী প্রচারপ্রচারণায় কমিশন থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবারই প্রথমবারের মতো পোস্টারবিহীন প্রচারে নামবেন প্রার্থীরা। প্রচারে পরিবেশবান্ধব সামগ্রী ব্যবহারে জোর দেওয়া হয়েছে।

আচরণবিধিতে রয়েছে ভোটের প্রচারে কোনো ধরনের শোডাউন করা যাবে না; হোক তা মোটরসাইকেল, মাইক্রোবাস, ট্রাক, বাস কিংবা লঞ্চে। এছাড়াও ভোটের প্রচারে ড্রোন ব্যবহার করা যাবে না। একজন প্রার্থী তার সংসদীয় আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবে না; যার দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৬ ফুট আর প্রস্থ ৯ ফুট। এছাড়াও বিদেশে প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। একমঞ্চে ইশতেহার ঘোষণা ও আচরণবিধি মানতে প্রার্থী ও দলের অঙ্গীকারনামা দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় ভোটের প্রচারে কড়াকড়ি আরোপ, অসৎ উদ্দেশে এআই ব্যবহারে মানা, পোস্টার ও ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞাসহ কি করা যাবে, কি করা যাবে না, তা তুলে ধরা হয়েছে এ বিধিমালায়। আচরণবিধি লঙ্ঘনে সর্বোচ্চ ছয় মাসের কারাদন্ড ও দেড় লাখ টাকা জরিমানা এবং দলের জন্য দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। প্রয়োজনে তদন্ত সাপেক্ষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির। এসব নির্দেশনা লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এছাড়া এরই মধ্যে সংক্ষিপ্ত বিচারের ক্ষমতা নিয়ে মাঠে আছে নির্বাচনী তদন্ত কমিটি। তাৎপরতা বাড়বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও।

পূর্ববর্তী নিবন্ধআমাদের পরীক্ষা শুরু, ১২ ফেব্রুয়ারি ফাইনাল : প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধপ্রতীক বরাদ্দ, প্রচারণা শুরু