প্রচারণায় প্রার্থীদের মা ও স্ত্রী-সন্তান, নতুন মাত্রা

ভোটের লড়াই

আজাদী প্রতিবেদন | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ৬:১৯ পূর্বাহ্ণ

নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থী এবং তাদের কর্মীসমর্থকদের পাশাপাশি স্বজনদের বিরামহীন প্রচারণায় শহর থেকে গ্রাম সর্বত্র উৎসবের আমেজ। মাঘের শীতের মাঝেও নির্বাচনী মাঠে চট্টগ্রামের ১৬ আসনের বড়ছোট বিভিন্ন রাজনৈতিক দলের ১১৫ জন প্রার্থীসহ তাদের স্বজনদের প্রচারণা উত্তাপ ছড়াচ্ছে। প্রচারণার এই মুহূর্তে এসে যুক্ত হয়েছেন প্রার্থীদের স্ত্রীসন্তানরা। অনেক প্রার্থীর পক্ষে মাবোনও গণসংযোগ করছেন। প্রার্থীদের পাশাপাশি পরিবারের সদস্যদের অংশগ্রহণ প্রচারণায় নতুন মাত্রা যোগ করেছে।

চট্টগ্রামের ১৬ আসনে প্রার্থীদের প্রচারণায় দেখা গেছে, একদিকে প্রার্থীদের প্রতিশ্রুতি, অন্যদিকে আছে একে অপরের বিরুদ্ধে অভিযোগপাল্টা অভিযোগ। সরগরম প্রতিটি নির্বাচনী এলাকা। ভোটের বাকি আর মাত্র ১৫ দিন। প্রার্থী এবং তাদের পরিবারের সদস্যসহ কর্মীসমর্থকরা প্রচারপ্রচারণায় দিনরাত ব্যস্ত সময় পার করছেন।

শুরু থেকে চট্টগ্রামে বিএনপির প্রার্থীর সাথে যেসব আসনে জামায়াতে ইসলামী, এনসিপি ও এলডিপির প্রার্থী রয়েছেন সেখানে জমজমাট প্রচারণা চলছে। চট্টগ্রামে ১৬ আসনের মধ্যে ১৩ আসনে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীর এবং একটি আসনে বিএনপির সঙ্গে এনসিপির ও জামায়াতের ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। একটি আসনে বিএনপির সঙ্গে এলডিপির প্রার্থীর এবং একটি আসনে বিএনপির সঙ্গে ১০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এবার চট্টগ্রামে ১১৫ জন প্রার্থী নির্বাচনী মাঠে ভোটযুদ্ধে লড়ছেন। ভোটের মাঠে কয়েকদিন ধরে বেশ কিছু আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে তাদের পরিবারের সদস্যরা প্রচারণায় নেমেছেন। গতকাল চট্টগ্রাম৪ সীতাকুণ্ড আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর সমর্থনে সীতাকুণ্ড পৌর সদরে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীল মাওলা। সীতাকুণ্ড পৌর সদরে গণসংযোগ শেষে জামিলা নাজনীল উপজেলার সোনাইছড়ি এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কাউন্সিলর মাহমুদা বেগম, অ্যাডভোকেট নাছিমা আক্তার ডলি, নার্গিস আক্তার প্রমুখ।

চট্টগ্রাম(হাটহাজারীবায়েজিদ) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের সমর্থনে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চলে গণসংযোগসহ সভাসমাবেশ করছেন মীর হেলালের স্ত্রী নওশিন আরজান হেলাল। মীর হেলাল দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই তিনি মহিলা দলের নেত্রীদের সঙ্গে নিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে গণসংযোগসহ সমাবেশে অংশ নিচ্ছেন। নওশিন আরজান গণসংযোগকালে ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোট ও দোয়া প্রার্থনা করেন। তার সঙ্গে গণসংযোগে অংশ নিচ্ছেন হাটহাজারী উপজেলা মহিলা দলের সভাপতি নাছরীন আকতার, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা মালা বেগমসহ মহিলা দলের নেতাকর্মীরা।

এদিকে চট্টগ্রাম৭ রাঙ্গুনিয়া আসনে বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছেন তার মাবোনসহ হুমাম কাদের চৌধুরীর সহধর্মিণী। কয়েকদিন আগে রাঙ্গুনিয়ায় নির্বাচনী জনসভায় হুমাম কাদেরের পক্ষে তার মা এবং বোন ভোটারদের কাছে ভোট চেয়েছেন। এর আগে থেকেই হুমাম কাদেরের সমর্থনে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তার সহধর্মিনী।

চট্টগ্রাম৯ কোতোয়ালী আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. একেএম ফজলুল হকের সমর্থনে গণসংযোগে নেমেছেন তার সহধর্মিনী অধ্যক্ষ আমেনা শাহীন। গণসংযোগকালে তিনি কোতোয়ালী এলাকার বিভিন্ন ওয়ার্ডে ভোটারদের কাছে গিয়ে ফজলুল হকের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন।

বাঁশখালী আসনে বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার পক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন তার স্ত্রী আনিলা ইসলাম চৌধুরী। গতকাল তিনি বাহারছড়ায় প্রচারণায় অংশ নেন।

প্রার্থীরা গত ২২ জানুয়ারি থেকে প্রচারণা শুরু করেছেন, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট হবে।

পূর্ববর্তী নিবন্ধ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
পরবর্তী নিবন্ধআমবাগানে জামায়াত ও বিএনপি প্রার্থীর সমর্থকদের মারামারি, আহত ৭