প্রগ্রেসিভ ফ্রেন্ডসের এক বছর পূর্তি উপলক্ষে পরিবারের সকল সদস্যদের নিয়ে নগরীর রহমতগঞ্জ ভেগাস কমিউনিটি সেন্টারে ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহাম্মদ সিরাজুল মোস্তফার সঞ্চালনায় হামিদ হোসাইন মাহদীর পবিত্র কোরান তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সদস্য পরিবারের সকল ছেলেমেয়েদের বিভিন্ন প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা গুলো হচ্ছে কোরান তিলাওয়াত, হামদ, নাত ও ইসলামি সংগীত এবং কবিতা আবৃত্তি। পরে বিজয়ীদের মধ্যে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। উক্ত ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রগ্রেসিভ ফ্রেন্ডস চট্টগ্রামের প্রেসিডেন্ট মোহাম্মদ আমিন, বিশেষ আলোচক প্রগ্রেসিভ ফ্রেন্ডস চট্টগ্রামের ট্রেইনার ইসমাইল হোসেন, সভাপতি গেট টুগেদার কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ হোসাইন আহমদ। বিশেষ সঞ্চালনায় সামসুল আলম ও সাহাবুল আলম। প্রধান আলোচক প্রগ্রেসিভ ফ্রেন্ডসের গৃহীত যাকাত সাদকা ফান্ডের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। ভবিষ্যতে যাকাত সাদকা ফান্ডের সংগৃহীত অর্থ দিয়ে এতিম খানা বৃদ্ধাশ্রম নির্মাণে সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে প্রগ্রেসিভ ফ্রেন্ডসের ট্রেইনারের সৌজন্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহি শাহী মেজবানির আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে পারাবার শিল্প গোষ্ঠী ও প্রগ্রেসিভ পরিবারের যৌথ পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।