প্রগতি সাহিত্য সংসদের সাহিত্য আড্ডা শুদ্ধ সাহিত্য চর্চার ওপর গুরুত্বারোপ

| বুধবার , ৩ জুলাই, ২০২৪ at ১১:২২ পূর্বাহ্ণ

প্রগতি সাহিত্য সংসদের সাহিত্য আড্ডা গত শনিবার চট্টগ্রাম একাডেমি ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আড্ডায় প্রধান আলোচক ছিলেন কবিসাংবাদিক রাশেদ রউফ। তিনি বলেন, শুদ্ধ সাহিত্য চর্চার জন্য এই ধরনের সাহিত্য আড্ডার বিকল্প নেই। বিভিন্ন সংগঠন থেকে এরকম আড্ডা আরো বেশি বেশি হওয়া প্রয়োজন। আলোচক ছিলেন শিশুসাহিত্যিক ও কবি উৎপলকান্তি বড়ুয়া ও কবি অরুণ শীল। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক সুপ্রতিম বড়ুয়া, শিশুসাহিত্যিক অমিত বড়ুয়া, শিশুসাহিত্যিক ইফতেখার মারুফ। সভাপতিত্ব করেন প্রগতি সাহিত্য সংসদের সভাপতি ইলিয়াস হোসেন। সঞ্চালনায় ছিলেন প্রগতি সাহিত্য সংসদের বিভাগীয় সম্পাদক কবি লিপি বড়ুয়া। সূচনা বক্তব্য দেন, প্রগতি সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক শিশুসাহিত্যিক কবি সালাম সৌরভ। গান পরিবেশনায় ছিলেন কবি সিমলা চৌধুরী, গল্পকার শিপ্রা দাশ, কবি মির্জা মোহাম্মদ আলী। কথামালায় অংশ নেনমির্জা মোহাম্মদ আলী, তানভীর হাসান বিপ্লব, নান্টু বড়ুয়া ও শুক্কুর চৌধুরী।

স্বরচিত কবিতা পাঠ করেন অধ্যক্ষ তরুন কান্তি বড়ুয়া, সুচিত্রা ভট্টাচার্য, শরনংকর বড়ুয়া, গৌতম কানুনগো, পুস্পিতা সেন, সিমলা চৌধুরী, মারজিয়া খানম সিদ্দিকী, জোনাকি দত্ত, শুভাশিষ দত্ত, প্রদ্যোত কুমার বড়ুয়া, লিপি তালুকদার, আলমগীর হোসাইন, জায়তুন্নেসা, শবনম ফেরদৌসী, শাহীন ফেরদৌসী, লিটন কুমার চৌধুরী, শুক্কুর চৌধুরী, আনিস শাহরিয়ার, অপু চৌধুরী, মলি ইসলাম, সেলিম তালুকদার আকাশ, নীলরতন দাশগুপ্ত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএক মহান বিজ্ঞানী
পরবর্তী নিবন্ধজহুর আহমদ চৌধুরী বাংলার মেহনতী মানুষের নেতা ছিলেন