প্রগতিশীল নাগরিক সমাজে আলোচনা সভা

| শনিবার , ৭ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৩ পূর্বাহ্ণ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘জাতীয় ঐক্যের ডাক’ ও ‘মোরা একই বৃত্তে দুটি কুসুম, হিন্দুমুসলমান’ শীর্ষক আলোচনা সভা গতকাল শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে উত্তর কাট্টলীস্থ অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী।

সমপ্রতি ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনার অফিস আক্রমনে তীব্র প্রতিবাদ জানিয়ে বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী বলেন, শিক্ষার্থীদের নেতৃত্বে সংগঠিত ২৪ এর গণবিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন পরিস্থিতি নিয়ে পার্শ্ববর্তী দেশের ইস্যু তৈরির বিষয়ে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তাঁর জাতীয় ঐক্যের ডাকে সমর্থন ও একাত্মতা ঘোষণা করে প্রগতিশীল নাগরিক সমাজের সদস্যরা সকল প্রকারের ভেদাভেদ বৈষম্য ভুলে রাষ্ট্র গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। জাতির যে কোন ক্রান্তিকালে প্রগতিশীল নাগরিক সমাজের সদস্যসদস্যারা অগ্রণী ভূমিকা পালন করতে কখনো পিছপা হবে না। এতে বক্তব্য রাখেন, মাওলানা আমীর হোসেন, হাফেজ মাওলানা মোহাম্মদ ওয়াসিম, জগদীশ দাশ, লিটন দাশ, জসিম উদ্দিন, হারুনুর রশিদ, নাজমুন নাহার, কনিকা দাশ, মশিউর রহমান, সজল দাশ ও শাহনাজ আক্তার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচাকতাই শিল্প ও ব্যবসায়ী সমিতির সভা
পরবর্তী নিবন্ধবসবাসের উপযোগী হতে পারে শ্বেত বামন গ্রহও : নাসা