প্রগতিশীল নাগরিক সমাজের সভা

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:৪৭ পূর্বাহ্ণ

প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে গত শুক্রবার সকাল দশটায় “অবহেলিত চট্টগ্রাম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী চৌধুরী।

তিনি ভারী বর্ষণে চট্টগ্রাম মহানগরীর বিশাল এলাকাজুড়ে জলাবদ্ধতার কারণে জনজীবনে দুর্ভোগ বৃদ্ধিতে তীব্র আক্ষেপ ও নিন্দা জানিয়ে বলেন, গরীব দুঃখী খেটে খাওয়া মেহনতি মানুষেরা জলাবদ্ধতার বিষাক্ত জলে দিনের পর দিন বসবাস করার কারণে মহামারী রোগে আক্রান্ত থাকেন। সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান, ক্বারী আবদুস সোবহান, হাফেজ আবদুর রহমান, আকাশ নাথ, শফিকুল ইসলাম, রূপনা দে, সেলিম রানা, জাহানারা বেগম, চুমকি ধর, নিরালা দাশ, কবির হোসেন, হোসনে আরা ও বনলতা শীল প্রমূখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ইউনিভার্সিটিতে পাবলিক প্রকিউরমেন্ট বিষয়ক তৃতীয় ওয়ার্কশপ
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে যানজট নিরসনে অভিযান