প্রগতিশীল নাগরিক সমাজের প্রতিবাদী সভা

রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ড

| সোমবার , ১ জুলাই, ২০২৪ at ১০:৫৯ পূর্বাহ্ণ

রিয়াজউদ্দিন বাজারস্থ মোহাম্মদীয়া মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থলে অগ্নিদগ্ধ হয়ে নিহত তিনজনের স্মরণে প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে প্রতিবাদী শোক সভা অনুষ্ঠিত হয়েছে। উত্তর কাট্টলীস্থ আবাসিক কার্যালয়ে কর্মজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরী।

তিনি নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, রিয়াজউদ্দিন বাজারের অননুমোদিত মার্কেটগুলো দেখলে মনে হয় এক একটি মার্কেট এক একটি মৃত্যুকূপ। এখানে দোকান মালিক, কর্মচারী কিংবা ক্রেতা সাধারণ কেউই নিরাপদ নন। সার্বক্ষণিক জীবনের ঝুঁকি থেকেই যায়।

এখানের মার্কেট ভবনগুলোতে পর্যাপ্ত আলো বাতাসের চলাচল না থাকায় এমন মর্মান্তিক ও হৃদয়বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে।

সভাশেষে নিহত কর্মজীবী মানুষদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম ভালো কাজ করার একটি আদর্শ জায়গা
পরবর্তী নিবন্ধশিল্পকলায় ‘স্মার্ট বাংলাদেশ-২০৪১: সাংস্কৃতিক অভিযাত্রা’