প্রগতিশীল নাগরিক সমাজের কর্মীসভা

| বৃহস্পতিবার , ৬ জুন, ২০২৪ at ৯:০৬ পূর্বাহ্ণ

প্রগতিশীল নাগরিক সমাজ ২ নং ওয়ার্ড শাখার এক কর্মীসভা শ্রমিক লীগ বায়েজিদ থানা সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে গত ২ জুন বালুছড়া কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে হায়দার আলী চৌধুরী বলেন, মহানগরীর ভোটারদের মধ্যে ৭০% ভোটারের কোন স্থায়ী বাসস্থান নেই। তারা অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বিভিন্ন ঘুপচি কলোনী, বস্তি, রেল লাইনের ধারে কিংবা ছোট ছোট ভাড়া বাসায় মানবেতর জীবনযাপন করছেন। প্রগতিশীল নাগরিক সমাজ এসকল অসহায় নগরবাসীর সমস্যা সমাধানে প্রতিজ্ঞাবদ্ধ।

বক্তব্য রাখেন, মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, মোহাম্মদ নুর হোসেন, মোহাম্মদ ইউসুফ, রাজু, মোস্তফা কামাল, মিনতী রাণী, আমেনা বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ব্যবসায়ীকে মেরে টাকা ও মোটরসাইকেল ছিনতাই
পরবর্তী নিবন্ধকোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সভা