প্রগতিশীল আন্দোলনে ড. গাজী সালেহ উদ্দিন ছিলেন সম্মুখ সারিতে

স্মরণসভায় বক্তাদের অভিমত

| মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৫:৩৬ পূর্বাহ্ণ

বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. গাজী সালেহ উদ্দিনের স্মরণসভা গত ৬ আগস্ট চট্টগ্রাম শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তাঁর সহকর্মী, ছাত্রছাত্রী, বিভিন্ন আন্দোলন সংগ্রামের সহযোদ্ধা, রাজনীতিবিদ এতে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ওবায়দুল করিমের সভাপতিত্বে স্মরণসভা সঞ্চালনা করেন প্রমা আবৃত্তি সংগঠনের সভাপতি রাশেদ হাসান। আলোচক ছিলেন সাহিত্যিক প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবাল, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. মোহীত উল আলম, শাবিপ্রবির সাবেক প্রফেসর ড. ইয়াসমিন হক, চবি প্রফেসর ড. সেকান্দার চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ, চবি সমাজতত্ত্ব বিভাগ প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির সেক্রেটারি মো. গিয়াসউদ্দিন, চবি সাবেক ছাত্রলীগ সভাপতি মাহবুব এলাহী, চবি সাবেক ছাত্রলীগ সেক্রেটারি নাসির হায়দার বাবুল, মহানগর মহিলা আওয়ামী লীগের অ্যাড. বাসন্তী পালিত, ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি, বধ্যভূমি রক্ষা আন্দোলনকর্মী শাহাবুদ্দিন আঙ্গুর প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন, . গাজী সালেহ উদ্দিনের সন্তান জয়পুরহাটের জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

বক্তারা বলেন, প্রগতিশীল আন্দোলনে ড. গাজী সালেহ উদ্দিন ছিলেন সম্মুখ সারিতে। নেতৃত্ব ও মৌলবাদ বিরোধী অবস্থান, বধ্যভূমি রক্ষায় তার আপোষহীনতা, মুক্তিযুদ্ধ গবেষণায় তিনি ছিলেন অনন্য। সিআরবি রক্ষা আন্দোলনে তাঁর ভূমিকা ছিলেন অগ্রগণ্য।

. মুহাম্মদ জাফর ইকবাল ড. গাজী সালেহ উদ্দিনের ইতিহাস গবেষণা বই ‘শমসের গাজী’ নিয়ে তার পরিশ্রমের বিষয়টি তুলে ধরেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিম্নাঞ্চল প্লাবিত, পাহাড় ধস উপড়ে পড়েছে গাছ
পরবর্তী নিবন্ধকারাগারে থাকা ইমরানের রাজনৈতিক ভবিষ্যৎ কী?