প্রগতির উপ প্রধান প্রকৌশলীকে অপসারণ

মিথ্যা তথ্যে চাকরিতে যোগদান

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৫ জানুয়ারি, ২০২১ at ৭:২১ পূর্বাহ্ণ

দেশের রাষ্ট্রায়ত্ত্ব গাড়ি তৈরির একমাত্র প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের উপ প্রধান প্রকৌশলী (যান্ত্রিক) কায়কোবাদ আল মামুনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে চাকরি নেয়ার অভিযোগে তাকে অপসারণ করা হয়। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) মোহাম্মদ রইছ উদ্দিন স্বাক্ষরিত পত্রে কায়কোবাদ আল মামুনকে অপসারণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, গত ২০১১ সালের ২ মার্চ প্রকাশিত নিয়োগে বিজ্ঞপ্তির প্রেক্ষিতে চাকরিতে যোগ দেন কায়কোবাদ আল মামুন। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের শর্তই ছিল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশসহ ১০ বছরের চাকরির অভিজ্ঞতা। কায়কোবাদ আল মামুন মিথ্যা তথ্য দিয়ে চাকরি নিয়েছেন উল্লেখ করে বলা হয়, তিনি ২০০৬ সালে আগষ্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় অংশগ্রহণপূর্বক পাশ করেন। কিন্তু চাকরির তথ্যে তিনি ২০০১ সালে পাশ করে দশ বছর চাকরি করেছেন বলে মিথ্যা তথ্য উল্লেখ করেন। তিনি গত ১৭ নভেম্বর চাকরিতে যোগদান করেন। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ২০০১ সালে অনুষ্ঠিত চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে রেফার্ড পান। ২০০৬ সালের আগস্ট-সেপ্টেম্বরে অনুষ্ঠিত ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (পাওয়ার টেকনোলজি) পরীক্ষায় অংশগ্রহণ করে দ্বিতীয় বিভাগে পাশ করেন। এতে চাকরিতে আবেদনের সময় কায়কোবাদ আল মামুনের চাকরির অভিজ্ঞতা ছিল ৩ বছর ৯ মাস ১৬ দিন। চাকরির শর্ত পূরণ না করে চাকরিতে যোগদানের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে কারণ দর্শানো হয়। গঠন করা হয় কমিটি। বিভিন্ন আনুষ্ঠানিকতা সম্পন্নের পর গত ১২ জানুয়ারি তাকে চাকরি থেকে অপসারণ করা হয়।
এব্যাপারে জানতে গতকাল কায়কোবাদ আল মামুনকে ফোন করলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। প্রগতির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তৌহিদুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অবগত আছেন বলে স্বীকার করেন।

পূর্ববর্তী নিবন্ধ‘কোভিড আক্রান্ত হলে মিলবে অন্তত ৫ মাসের সুরক্ষা’
পরবর্তী নিবন্ধযেভাবে টাকা হাতিয়ে নিত ওরা দুজন