প্রখ্যাত কোরিয়ান পরিচালক কিম কি-দুকের মৃত্যু

| শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:১৮ পূর্বাহ্ণ

দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা কিম কি-দুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল শুক্রবার লাটভিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন বলে জানিয়েছে দ্য কোরিয়ান হেরাল্ড।জানা যায়, গত মাসের মাঝামাঝিতে কিম লাটভিয়ায় যান। তিনি লাটভিয়ার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সহায়তা করতে সেখানে যান। পরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। খবর বাংলানিউজের।
কিম কি-দুক অন্তত ২৫টি চলচ্চিত্র নির্মাণ করেছেন বলে জানায় ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)। তার পরিচালিত সিনেমা বিভিন্ন সময়ে বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, কান ফিল্ম ফেস্টিভ্যাল, ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। কিম কি-দুক পরিচালিত জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘বার্ড কেজ ইন’, ‘রিয়েল ফিকশন’, ‘থ্রি আয়রন’, ‘টাইম’, ‘ড্রিম’ ইত্যাদি।

পূর্ববর্তী নিবন্ধভগ্নিপতিকে নিয়ে সালমানের নতুন ছবি
পরবর্তী নিবন্ধহিরো আলমের বিরুদ্ধে গান চুরির মামলা