দেশের বৃহত্তম অর্থনৈতিক জোন চট্টগ্রামের মীরসরাইয়ের বঙ্গবন্ধু শিল্প নগরী এলাকার জমি অধিগ্রহণের ক্ষতিপূরনের চেক বিতরণ অনুষ্ঠান গতকাল শনিবার মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেজা নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. কায়সার খসরু, সহকারি কমিশনার সুবল চাকমা । শেষে ১৩২ জন ভূমি ক্ষতিগ্রস্তদের মাঝে ২২ কোটি ৫১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়। সভায় জমির মালিকেরা কোন প্রকার ভোগান্তিবিহীন সরাসরি আবেদন করে ক্ষতিপূরণ প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু শিল্পনগরীতে শীঘ্রই আন্তর্জাতিক মানের প্রকৌশল ও টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে। ট্রেনিং সেন্টারে এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানেরা অগ্রাধিকার ভিত্তিতে কাজ শিখতে ও কাজ করতে পারবে। তিনি মীরসরাইবাসীকে এই অর্থনৈতিক অঞ্চল নির্মাণে ত্যাগ স্বীকার করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।