প্রকৌশলী রফিকুল ইসলাম কেজিডিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক

| বৃহস্পতিবার , ২৪ নভেম্বর, ২০২২ at ৯:৪২ পূর্বাহ্ণ

পেট্রোবাংলার অফিস আদেশের মাধ্যমে প্রকৌশলী মো. রফিকুল ইসলাম কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক পদে গত ২২ নভেম্বর কাজে যোগদান করেছেন। তিনি ১৯৯৩ সালে বুয়েট হতে বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা জীবন শেষে ১৯৯৪ সালে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। এছাড়া কর্মজীবনে তিনি জিটিসিএল, পিজিসিএল, পেট্রোবাংলা ও আরপিজিসিএলে দায়িত্ব পালন করেন।

ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদানে কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসরবরাহ বাড়ায় কমছে ভোজ্যতেলের দাম
পরবর্তী নিবন্ধবায়েজিদে বাসায় কাঠের নিচে শিশুর লাশ