সড়ক দুর্ঘটনায় নিহত আঞ্জুমান মুফিদুল ইসলামের চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মুনাওয়ার আহমদ, প্রকৌশলী হারুন সালাম ও সাহেদুল আলম কাদেরীর মৃত্যুবার্ষিকী আজ। এছাড়াও দুর্ঘটনায় নিহত সংস্থার শবাগার রক্ষক কাম ইলেক্ট্রিশিয়ান মো. আজগর খান ও ড্রাইভার জহিরুল ইসলামেরও মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সাহেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আজ মরহুমের রুহের মাগফোরাত কামনায় মোহরাস্থ গ্রামের বাড়ি হযরত মাওলানা নুর আহমেদ কাদেরী (র.) মসজিদ ও দরগাহ্ প্রাঙ্গণে খতমে কোরআন, কবর জিয়ারত অনুষ্ঠিত হবে। এছাড়াও পূর্ব মোহরা আজিজিয়া এতিমখানা, ওয়াজেদিয়া এতিমখানা, খন্দকিয়া কাশেফুল এতিমখানায় ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম আনোয়ারা জাকারিয়া এতিম খানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।