প্রকৌশলী মুনাওয়ার আহমদ স্মরণে আঞ্জুমান মুফিদুল ইসলামের দোয়া মাহফিল

| রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সড়ক দুর্ঘটনায় নিহত আঞ্জুমান মুফিদুল ইসলামের চট্টগ্রাম শাখার সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মুনাওয়ার আহমদ, প্রকৌশলী হারুন সালাম ও সাহেদুল আলম কাদেরীর মৃত্যুবার্ষিকী আজ। এছাড়াও দুর্ঘটনায় নিহত সংস্থার শবাগার রক্ষক কাম ইলেক্ট্রিশিয়ান মো. আজগর খান ও ড্রাইভার জহিরুল ইসলামেরও মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে সাহেদুল আলম কাদেরীর পরিবারের পক্ষ থেকে আজ মরহুমের রুহের মাগফোরাত কামনায় মোহরাস্থ গ্রামের বাড়ি হযরত মাওলানা নুর আহমেদ কাদেরী (র.) মসজিদ ও দরগাহ্‌ প্রাঙ্গণে খতমে কোরআন, কবর জিয়ারত অনুষ্ঠিত হবে। এছাড়াও পূর্ব মোহরা আজিজিয়া এতিমখানা, ওয়াজেদিয়া এতিমখানা, খন্দকিয়া কাশেফুল এতিমখানায় ও আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার পক্ষ থেকে আঞ্জুমান মুফিদুল ইসলাম আনোয়ারা জাকারিয়া এতিম খানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশবাড়িয়ায় জোয়ারে ভেসে এলো যুবকের লাশ
পরবর্তী নিবন্ধবান্দরবানে শিক্ষাবৃত্তি পেলো ৭৩৩ জন শিক্ষার্থী