রোটারি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়া অফিসের তত্ত্বাবধানে গত ৭ থেকে ২২ এপ্রিল পর্যন্ত ই-ভোটিংয়ের মাধ্যমে রোটারি আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট ৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ২০২৩-২৪ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে রোটারিয়ান প্রকৌশলী মতিউর রহমান রোটারি আন্তর্জাতিক ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি হিসাবে নির্বাচিত হন এবং তিনি আগামী ২০২৩-২৪ রোটারি বর্ষে ডিস্ট্রিক্ট গভর্নর হিসাবে দায়িত্ব পালন করবেন।
রোটারিয়ান মতিউর ২০১৩-১৪ রোটারি বর্ষে রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিগত বছরগুলোতে ডিস্ট্রিক্টের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পালন করেছেন। তাঁর সহধর্মিণী শামিনা ইসলাম কর অঞ্চল চট্টগ্রাম-১ এর অতিরিক্ত কর কমিশনার হিসাবে কর্মরত। তিনিও একজন রোটারিয়ান এবং রোটারি ক্লাব অব চিটাগাং খুলশীর অতীত সভাপতি। প্রেস বিজ্ঞপ্তি।












