প্রকৌশলী উত্তম বড়ুয়া

| রবিবার , ৯ জুলাই, ২০২৩ at ৬:০৮ পূর্বাহ্ণ

ফটিকছড়ির ছিলোনিয়ার প্রকৌশলী উত্তম বড়ুয়া (৬৫) হৃদরোগ আক্রান্ত হয়ে গত বুধবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। গত ৬ জুলাই ছিলোনিয়া জ্ঞানরত্ন বিহার প্রাঙ্গনে রতনপ্রিয় মহাথেরর সভাপতিত্বে শয়ন বড়ুয়ার সঞ্চালনায় অনিত্য সভা অনুষ্ঠিত হয়। সভায় অনিত্য দেশনা করে উদ্বোধন করেন এম প্রিয়বোধি স্থবির। প্রধান অতিথি ছিলেন প্রজ্ঞাজ্যোতি স্থবির। প্রধান সদ্ধর্মদেশক ছিলেন সুমনজ্যোতি স্থবির। স্মৃতিচারণ করেন অধ্যক্ষ পলাশ বড়ুয়া, প্রকৌশলী মৃনাল কান্তি বড়ুয়া, চৌধুরী দিপঙ্কর বড়ুয়া, সন্তু বড়ুয়া, শঙ্কু বড়ুয়া, টিংকু বড়ুয়া, বিমান বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, রূপন কান্তি বড়ুয়া, পিযুষ বড়ুয়া। অনিত্য সভা শেষে স্থানীয় বৌদ্ধ শ্মশানে দাহ করা হয়। তিনি স্ত্রী, ৩ মেয়ে ও অনেক গুণগ্রাহী রেখে যান। প্রেস বিজ্ঞপ্তি

পূর্ববর্তী নিবন্ধসুনিল কান্তি বড়ুয়ার পরলোকগমন
পরবর্তী নিবন্ধআল্লামা ফরিদ উদ্দিন