প্রকৃতি মাঝে

শাহীন ফেরদৌসী রুহী সুলতানা | মঙ্গলবার , ২৫ মার্চ, ২০২৫ at ৬:১৪ পূর্বাহ্ণ

প্রকৃতি মাঝে হারাতে যে

নেই তো কোনো দোষ

মানুষ মাঝে হিংসা যত

হরেক রকম রোষ,

হারিয়ে যাবো দূর বনেতে

জনমানবহীন

মন মাঝেতে বাজবে তোমার

খুশির মোহনবীণ

টুপিটাকে সালাম করে

মাথায় মারো লাথি

অন্তরাত্মা কেঁপে ওঠে

ফাটে গো মোর ছাতি।

নাইবা ভালো বাসলে আমায়

নাইবা দিলে মান

মনটা যদি না চায় তবু

বিষিয়ে দিওনা প্রাণ।

নির্বাসিত দুঃখ এখন

শ্মশান ঘাটের দোরে

বেচে দিয়েছি স্বপ্নগুলো

ভাঙাহাটের মোড়ে।

পূর্ববর্তী নিবন্ধঈদ উপলক্ষে মহাসড়কে ধীরগতি : ভোগান্তির অবসান চাই
পরবর্তী নিবন্ধআমার শ্রদ্ধাভাজন শিক্ষক